View Question 3124 views
Subject : পার্ক ও ষ্টুডিয়াম নির্মান প্রসঙ্গে ।
Written By : alim mia
জনাব
আপনার প্রতি সালাম রইল আশার করি ভাল আছেন । মাননীয় এমপি মহোদ্বয় আপনি আমাদের বহ্মপুত্র নদের উপর সরকার কর্তৃক একটি বিশাল সেতু নির্মান করার ব্যবস্থা করে দিয়েছেন । মাননীয় এমপি মহোদ্বয় আমাদের সেই ব্রিজের কাছাকাছি একটি পার্ক এবং ষ্টুডিও নির্মান ব্যবস্থা করার ওয়াদা করেছিলেন আপনি । সেটা কবে নাগাদ হওয়ার কথা -আমাদের একটু জানালে আপনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করব ।
মোঃ মনিরুজ্জামান মামুন
সাধারন সম্পাদক
৬নং ওয়ার্ড ছাত্রলীগ - দুরমুট ইউনিয়ন শাখা
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
পার্ক এবং ষ্টুডিও নির্মান প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।
আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ মনিরুজ্জামান মামুন ।
এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ ।
ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।