View Question 3414 views

Subject : নদী ভাঙ্গন রোধে আপনার করনীয় ।

Avatar

Written By : sekandor

মাননীয় এমপি মহোদ্বয় সালাম নিবেন আশা করি ভাল আছেন । মাননীয় এমপি মহোদ্বয় আমাদের যমুনার করাস গ্রাসে আমার ইসলামপুরের নদীর নিকট বর্তী গ্রাম গুলো নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে ।  আপনি আমাদের যমুনার ভাঙ্গন রোধে ভিবিন্ন ভাঙ্গন রোধ পরিকল্পনা হাতে নিয়েছেন তার পরও  কেন যেন সর্বনাশা যমুনার ভাঙ্গনে আমরা যমুনার নিকট বর্তী গ্রামের মানুষ গুলো দিশেহারা । যমুনার ভাঙ্গন রোধে আপনার  এর চেয়ে আরও ভাল কোন পরিকল্পনা আছে কিনা জানালে আপনার প্রতি আমি কৃজ্ঞতা প্রকাশ করব ।

গ্রাম বাসীর পক্ষে

মোঃ  সেকান্দর আলী

 

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

নদী ভাঙ্গন ও রোধ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।

 

আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ  সেকান্দর আলী ।

 

এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ ।

 

ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।