View Question 2935 views

Subject : নদী ভাঙ্গন রোধে আপনার সু দৃষ্ঠি কামনা করছি ।

Avatar

Written By : hasan

জনাব   সালাম রইল । আশা করি ভাল আছেন ।   মাননীয় এমপি   মহোদ্বয় আপনি আমাদের গোয়ালেরচর ইউনিয়নটাকে মডের একটি ইউনিয়ন হিসেবে রুপান্তরীত করেছেন । কিন্তু বর্তমান বহ্মপুত্র নদীর ভাঙ্গনে  আমাদের এলাকায়  বহ্মপুত্র নদের পার্শবর্তী গ্রাম গুলো আস্তে আস্তে অনেক আবাদী জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে  ।  বিলীন রোধে আপনার সু পরিকল্পনা হাতে নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ  করছি ।

জনস্বার্থে  এলাকার বাসীর পক্ষে

       মোঃ হাসান মামুন

 

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

বহ্মপুত্র নদীর ভাঙ্গন ও রোধ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।

 

আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ হাসান মামুন ।

 

এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ ।

 

ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।