View Question 3298 views

Subject : রাস্তা সংস্কার করনের জন্য আবেদন ।

Avatar

Written By : tuta

জনাব -প্রথমেই আমার সালাম রইল ।  আপনি জানেন কিছু দিন আগে আমাদের  চিনাডুলী এলাকায় বন্যার ভেসে গিয়েছিল । বন্যার কারনে আমাদের  এলাকার অনেক রাস্তা গুলোর অনেক টা বেহাল দশা । সেই রাস্তা গুলো সংস্কার বিষয়ে আপনার সু দৃষ্টি কামনা করছি ।

জনগনের কল্যানার্থে

এলাকাবাসীর পক্ষে

মোঃ রাশিদুল ইসলাম তোতা

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

রাস্তা সংস্কার করন প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয়
সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।

আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ রাশিদুল ইসলাম তোতা ।

এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ ।

ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।

https://amarmp.com/mp/540/message/2089