View Question 7572 views
Subject : রাস্তা সংস্কার করার জন্য আবেদন ।
Written By : hakim
জনাব - আল্লাহ তাআলার কৃপায় আশা করি আপনি অনেক ভাল আছেন । মাননীয় এমপি মহোদ্বয় আমাদের এলাকায় অনেক উন্নয়ন অনেক পাকা রাস্তা নির্মান করেছেন । কিন্তু আমাদের সভারচর নদীর ঘাট পশ্চিম পাড়া হইতে পূর্বপাড়া পর্যন্ত অনেক বেহাল দশা রাস্তার । রাস্তাটি সংস্কার খুব জরুরী । রাস্তাটি সংস্কার করলে আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব । রাস্তা সংস্কারের বিষয়ে জানালে আপনার মতামত টুকু প্রকাশ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি ।
এলাকার বাসীর পক্ষে
মোঃ সিদ্দিকুর রহমান
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
সভারচর এলাকায় রাস্তা মেরামত প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।
আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ সিদ্দিকুর রহমান ।
এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ ।
ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।