View Question 3146 views
Subject : টিকিট কালো বাজারি বন্ধের জন্য আবেদন পত্র ।
Written By : shipon
জনাব আপনি আমাদের ইসলামপুর বাসীকে একটি উন্নয়নের এলাকা হিসেবে গড়ে তুলেছেন । সবখানে আপনার উন্নয়ন আমাদের আশার আলো জেগে উঠেছে । কিন্তু আমাদের ইসলামপুর ষ্টেশনে গেলে যেন ভিন্ন পরিবেশ আমরা লক্ষ করি সেটা হলো আমি আমরা যে কয়দিন ঢাকা গিয়েছি কোন দিন কালো বাজার ছাড়া মাষ্টার সাহেবের কাছে কোন টিকিট পাইনী । শুধু চড়া দামে কালো বাজারির কাছ থেকে টিকিট কিনতে হয় । দয়া করে বিষয়টি সমপর্কে আপনি সুব্যবস্থা নিলে আপনার প্রতি আমরা কৃজ্ঞতা প্রকাশ করব ।
মোঃ সাইদুর রহমান ছাইদ
৫নং নোয়ারপাড়া ইউনিয়ন
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
ইসলামপুরে টিকিট কালো বাজারি বন্ধের প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান । আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন নোয়ারপাড়া ইউনিয়ন থেকে মোঃ সাইদুর রহমান ছাইদ। এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।