View Question 3287 views
Subject : পাকা রাস্তা সংস্কারের জন্য আবেদন ।
Written By : azom member
শ্রদ্ধীয় এমপি মহোদ্বয় সালাম রইল আপনার প্রতি । ধন্যবাদ জানাই ইতিপূর্বে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম । আপনি আমাকে উত্তর দিয়েছিলেন । মাননীয় এমপি আর একটি বিষয় না বললে না হয় । আমাদের মহলগিরী থেকে কাছিমারচর রাস্তা টা পাকা করার জন্য আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ অনুরোধ করছি ।
মোঃ আজম মন্ডল
মহলগিরী
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
মহলগিরী থেকে কাছিমারচর রাস্তা পাকাকরন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো: ফরিদুল হক খান। আমার এমপি ডট কমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে থেকে প্রশ্নটি করেছেন জনাব মো: আজম মন্ডল।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ।
ভিডিওবার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন এমপি মো: ফরিদুল হক খান।