View Question 3027 views

Subject : মিনি স্টেডিয়াম নির্মানের জন্য আবেদন ।

Avatar

Written By : sekandor

মাননীয় সংসদ সদস্য : আমাদের এলাকায় কোন একটি ভাল খেলার মাঠ নেই আমাদের এলাকায়  ভাল একটি  খেলার নির্মান করে দিলে আপনার প্রতি আমি কৃজ্ঞগতা প্রকাশ করব ।

মো: সেকান্দর আলী

গোয়ালেরচর

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

গোয়ালেরচর এলাকায় খেলার মাঠ নির্মাণ প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান ।

আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মো সেকান্দর অলি।

এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ

ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।