View Question 2747 views
Subject : বন্যা্ দূর্য়োগ সময়ে পাশে দাড়ানোর জন্য আবেদন ।
Written By : jaforullah
মাননীয় এমপি মহোদ্বয় যমুনার করাল গ্রাসে আমরা সব সময় বিপদের সম্মুখিন জীবন যাপন করি । যমুনার করাল গ্রাসে প্রতিদিন আমাদের স্বাভাবিক জীবন নানা রকম প্রাকৃতিক বাধার সম্মুখিন হচ্ছে । এমতা অবস্থার তার উপর আবার বন্যার খড়ক । মাননীয় এমপি মহোদ্বয় এই দূর্যোগ ময় সময়ে আপনার পদক্ষেপ গুলো জানালে আমি খুশি হব এবং যথাযথ ভাবে আপনাকে এবং আপনার দলের সকল কে বন্যার্ত দের পাশে দাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি ।
মো: জাফর উল্লাহ
বেলগাছা
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
Dear Constituent
Thank you for asking the question. This problem has been taken into consideration already.
Regards,
Office of the MP