View Question 4506 views

Subject : জন স্বার্থে কালভার্ট নির্মানের জন্য আবেদন ।

Avatar

Written By : saed

মাননীয় এমপি মহোদ্বয় সালাম নিবেন আশা করি ভাল আছেন । আপনি আমাদের এলাকায় বিশাল একটি সেতু এবং হাইওয়ে রোড় নির্মান করেছেন ।  সেই হাইওয়ে রোড়ে পানি নিষ্কাশনের জন্য  একটি কালভার্ট  নির্মান করেছিলেন ।  যে কালভার্টটি আমাদের এলাকার জন্য আশিবাদ সরুপ ছিল কারন সেই কালভার্ট  দিয়ে যে পানি প্রবেশ করেছে সেটা দিয়ে আমাদের ইউনিয়নের তিনটি গ্রামের বিশাল জনগোষ্ঠির আবাদি জমির জন্য  অনেক উপহার হয়েছে  । আরেক দিকে রাস্তার উপর বন্যার পানির চাপ কম হয়েছে  । কিন্তু আমাদের গ্রামের ছোট গেল্লা / গাজি নামে দুইজন লোক কালভার্টের মাথায় মাটি দিয়ে ভরাট করায় আমাদের রাস্তার  উপর পানির চাপ পড়েছে এবং বিশাল জনগোষ্ঠির জন্য অসুবিধার কারন হয়ে দাড়িয়েছেন ।

বিষয় সু নজরে দেখার জন্য অনুরোধ রইল ।

মো: আবু ছাইদ  মেম্বার

ইউপ সদস্য

৬নং ওয়ার্ড গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ ।