View Question 2793 views

Subject : বন্যা কবলিত রাস্তার ব্রিজ মেরামতের জন্য আর্থিক সহযোগিতার জন্য আবেদন ।

Avatar

Written By : kobir ali

মাননীয় এমপি মহোদ্বয় -সালাম নিবেন আশা করি ভাল আছেন ।   পরসংবাদ - এবারের ভয়াবহ বন্যা থেকে আমারা গোয়ালেরচর বাসীও রেহাই পাইনী । আমাদের এলাকার সুন্দর সুন্দর পাকা রাস্তা ঘাট গুলো বন্যার কারনে অনেক ক্ষতির সম্মুখিন কিছুটা হয়েছে - বহ্মপুত্র সেতু টু সভারচর রাস্তা মোহাম্মদপুর আনোয়ার সাহেবের বাড়ির সংলগ্ন ব্রিজটি বন্যার কারনে ভেসে যাওয়ার অবস্থা হয়েছিল - আমাদের এলাকার জনগনের কথা চিন্তা করে- আমি এবং এলাকার কিছু যুবক সেচ্ছা শ্রমে নিজেদের অর্থ খরচ করে সেখানে বালুর বস্তা এবং বাশ ফেলে সেটা প্রতিরোধের চেষ্টা করেছি । আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানীতে সেটা প্রতিরোধ হয়েছে । - সেখানে আরও কিছু মেরামতের প্রয়োজন -

সেখানে আপনার সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। 

মো: কবির হোসেন

ইউপি সদস্য

৫নং  ওয়ার্ড-গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ ।

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

Dear Constituent

Thank you for asking the question. This problem has been taken into consideration already.

Regards, 

Office of the MP