View Question 2857 views

Subject : জন্ম সনদের কঠিন আইন সমপর্কে সরকারকে অবহিত করার জন্য আবেদন ।

Avatar

Written By : monuar

মাননীয় এমপি মহোদ্বয় আপনি আমাদের ইসলামপুর বাসীর একজন প্রিয় নেতা । মাননীয় এমপি মহোদ্বয় আপনি  জানেন ইতিপূর্বে কেহ না কেহ জন্ম সনদ আইন সমপর্কে আপনাকে  অবহিত করেছে। এই ধরনের আইন আমাদের  দেশের জন্য উপযুক্ত না । এমন পর্যায় এখনো আমরা পৌছতে পারি নাই । এমনীতে আমরা বন্যা দূর্গত যমুনার তীর বর্তীর মানুষ - এই বন্যার খড়গে একটা জন্ম সনদের জন্য গেলে ভয়ানক এক আইনের সম্মুখিন হই । আইনটি সমপর্কে জনগনের কল্যানার্থে সরকার কে অবহিতকরন করার জন্য আবেদন জানাচ্ছি ।

মো: মনোয়ার হোসেন

বেলগাছা ।

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

জামাল্পুর বেলগাছা থেকে মো: মনোয়ার হোসেন জন্ম সনদের কঠিন আইন সমপর্কে সরকারকে অবহিত করার জন্য আবেদন জানিয়ে করা একটি প্রশ্নের দিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ।

ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।