View Question 2821 views
Subject : সরকারী করন প্রসঙ্গ :
Written By : kurban ali
মাননীয় এম পি মহোদ্বয় , সালাম রইল আশা করি ভাল আছেন - মাননীয় এমপি মহোদ্বয় আমাদের ঐতিহ্য বাহী ইসলামপুর থানা সদরে অবস্থিত জে, জে, কে এম গার্লস স্কুল এ্যান্ড কলেজ নারী শিক্ষা ভূমিকায় অত্র এলাকায় অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছে সে বিষয়ে আপনি অবগত রয়েছেন । আপনি জানেন আমাদের স্কুলের অধিকাংশ ছাত্রী বন্যা কবলিত বহ্মপুত্র এবং যমুনা তীরবর্তী দরিদ্র পরিবারের সন্তান । এমতা অবস্থায় আমাদের বিদ্যালয়টি সরকার কর্তৃক জাতীয় করণ করা হলে আমাদের স্কুলের ছাত্রী গুলো ভিবিন্ন সুযোগ সুবিধা পেত আরও নারী শিক্ষা ভূমিকায় অগ্রনী ভুমিকা পালন করতে পারতো আমাদের বিদ্যালয় টি । তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে উক্ত প্রতিষ্ঠানটি জাতীয় করন করার জন্য বিনীত অনুরোধ করছি ।
মো: কোরবান আলী
সহকারী শিক্ষক
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
Dear Constituent
Thank you for asking the question. This problem has been taken into consideration already.
Regards,
Office of the MP