View Question 2564 views
Subject : রাস্তা সংস্কার ও পাকাকরনের জন্য আবেদন ।
Written By : onil
মাননীয় এমপি মহোদ্বয় , সালাম নিবেন আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছেন । আপনি এমপি নির্বাচিত হ্ওয়ার পর ইসলামপুর বাসীকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন । কিন্তু আমরা বোলাকীপাড়া বাসী এখনো অনেকটা অবহেলীত । একটা সাইকেল চালিয়ে যেতেও অনেকটা হিমশিম খেতে হয় । আমাদের এলাকার রাস্তা গুলো সংস্কার ও নতুন রাস্তা নির্মানের জন্য আপনার কাছে আবেদন করছি ।
শ্রী অনীল
বোলাকীপাড়া
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
Dear Constituent
Thank you for asking the question. This problem has been taken into consideration already.
Regards,
Office of the MP