View Question 2927 views
Subject : সুন্দর একটা ষ্টোডিয়াম নির্মানের জন্য আবেদন ।
Written By : rubayed
মাননীয় মানব্যর সংসদ । আপনি আমাদের এলাকার কৃতি সন্তান । অনেক উন্নয়ন করেছেন । একটি ষ্টোডিয়ামের অভাব বোধ করছি আমরা । মাননীয় সংসদ একটি ষ্টোডিয়াম নির্মান করে আমাদের এলাকার উপকৃত করবেন
রায়হান
ইসলামপুর
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
জনগন ও জনপ্রতিনিধিদের মাঝে সেতু বন্ধনকারী ওয়েব সাইট আমার এম পি ডট কমের মাধ্যমে দেশের নানান সাংসদীয় আসনের বিভিন্ন সমস্যা উক্ত এলাকার মাননীয় সাংসদের কাছে তুলে ধরা হচ্ছে। ধারাবাহিক এই প্রক্রিয়ার অংশ হিসেবে জামালপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান এর কাছে জানতে চাওয়া হয়েছিলো যুব সমাজের জন্য একটি স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গে। জনাব মিরাজ ইসলাম আমার এম পি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন। সাংসদের কাছ থেকে উত্তর আনার প্রক্রিয়া টি সম্পন্ন করেছেন আমার এমপির জামালপুর ২ এর এম্বাসেডর শেখ শিপন আহমেদ। এ বিষয়ে সাংসদ জানালেন তাঁর গৃহীত পদক্ষেপ এর কথা।