View Question 2298 views

Subject : চামারটারী গ্রামে বিদ্যুতায়ন প্রসঙ্গে

Avatar

Written By : Khorshed Alam

চামারটারী গ্রামে বিদ্যুতায়ন

প্রসঙ্গেমাননীয় সংসদ সদস্য,

 প্রথমে আমার সালাম নিবেন। আমি আপনার নির্বাচনী এলাকার অন্তর্গত গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ চন্ডিপুর ইউনিয়ন ১নং ওয়াট এর বাসিন্দা। উজান বোচাগারী চামারটারী গ্রামে যে অল্প কয়টি গ্রামে এখনও বিদ্যুত সংযোগ পৌঁছায়নি। তার মধ্যে একটি । আশেপাশের সবগুলো গ্রামে বিদ্যুতের সংযোগ থাকলেও এ গ্রামটি রয়ে গেছে সেই প্রাচীন অন্ধকারেই। বছরের পর বছর ধরে জনপ্রতিনিধির পরিবর্তন ঘটলেও পরিবর্তন ঘটেনি এ গ্রামের মানুষের ভাগ্যের । বঞ্চনার শিকার হতে হতে এখন তারা আশা করাই ভুলে গেছে।

মাননীয় স্যার ,আমার প্রশ্ন হচ্ছে বিদ্যুত সংযোগ পাওয়ার জন্য আমাদের করনীয় কি এবং আর কত কাল এই সোনার হরিণের জন্য অপেক্ষা করতে হবে ?এ ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিবেন ?

সবশেষে প্রশ্ন উত্তরের চমৎকার এই প্লাটফর্মের জন্য আপনাকে ও সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ ।আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি ।

ইতি-
আপনার বিশ্বস্ত -
খোরশেদ আলম।
গ্রামঃ চামারটারী, ডাকঘরঃ পুর্নণগর,  থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা