View Question 2135 views

Subject : মসজিদ নির্মা্নের জন্য আবেদন

Avatar

Written By : Khorshed Alam

মাননীয় সংসদ সদস্য,

গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ

 প্রথমে আমার সালাম নিবেন। আমি আপনার নির্বাচনী এলাকার অন্তর্গত গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ চন্ডিপুর ইউনিয়ন ১নং ওয়াট এর বাসিন্দা।  আপনি আমাদের এলাকায় উন্নয়নের পূর্ণতা দিয়েছেন । মাননীয় এমপি মহোদ্বয় বর্তমা্নে আমাদের উজান বোচাগাড়ী চামারটাড়ী মিয়া বাড়ী জামেমসজিদ বেহাল অবস্থা - সেখানে সরকারী বরাদ্দে একটি দোতলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ  নির্মান করে দেওয়ার ব্যবস্থা করে দিলে আপনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করব। সৌজন্যে এলাকা বাসী

খোরশেদ আলম

উজান বোচাগাড়ী চামারটাড়ী

০১৮১১৯৪৯১০৯