View Question 5134 views

Subject : নতুন রাস্তা নির্মাণের জন্য আবেদন ।

Avatar

Written By : Shameem Ahsan

মাননীয় সংসদ সদস্য,

গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ

প্রথমে আমার সালাম নিবেন। আমি আপনার নির্বাচনী এলাকার অন্তর্গত গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ বামনডাঙ্গা ইউনিয়ন এর হাতিবান্ধা গ্রামের বাসিন্দা । আপনি আমাদের এলাকায় উন্নয়নের পূর্ণতা দিয়েছেন ।
মাননীয় এমপি মহোদয় বর্তমা্নে আমাদের রামদেব থেকে হাতিবান্দা স্কুল পর্যন্ত যে রাস্তা টা হয়েছে এতে এলাকাবাসির যোগাযোগ ব্যাবস্থা অনেক সহজ হয়েছে...কিন্তু এর বাকি অংশটুকু হাতিবান্ধা স্কুল থেকে কাশেম বাজার পর্যন্ত রাস্তাটার অনেক বেহাল অবস্থা যদি বাকি অংশটুকু করে দিতেন তাহলে যোগাযোগ ব্যাবস্থা পরিপূর্ণতা পেতো বাকি রাস্তাটুকু নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করে দিলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব।

সৌজন্যে

এলাকাবাসীর পক্ষে..

শামিম আহসান

দঃ হাতিবান্দা কাশেমবাজার

০১৭৮৩২১৮৬০৫