View Question 1973 views

Subject : ময়মনসিংহ টু ফুলপুর মহাসড়ক প্রশস্তকরন প্রসঙ্গে

Avatar

Written By : Nazmul Hossain mtk

ময়মনসিংহ -ফুলপুর মহাসড়ক টি খুবই ব্যস্ততম একটি মহাসড়ক, এই মহাসড়কে ময়মনসিংহ সদর এর কিছু অংশ সহ চারটি উপজেলার অবস্থান (তারাকান্দা,ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া ) তাছাড়া ঢাকা জেলার সাথে শেরপুর জেলার যোগাযোগের একমাত্র রাস্তা এই মহাসড়ক টি,, রেল যোগাযোগ না থাকাই যানজট সহ রোড accident এর শিকার হতে হয় প্রতিনিয়ত। মাননীয় সমাজ কল্যাণ প্রতি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি । ময়মনসিংহের সাথে শেরপুর জেলার রেল লাইন স্থাপন সহ এই মহাসড়ক টি প্রশস্ততার দাবী জানাই, মাননীয় মন্ত্রী (শরিফ আহমেদ )   ..

আমাদের এই অঞ্চল টি খুবই অবহেলিত, আপনার সুদৃষ্টি কামনা করছি।

(নাজমুল)