ময়মনসিংহের ফুলপুর উপজেলার তোফারকান্দা গ্রামে পুরনো খালের উপর পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয় ২০০৫ সালে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড পুরনো খালটি খননের কাজ শুরু করে গত ৩ মাস আগে। খননের কাজ করার সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহকারী এই খুঁটিটি খালের ঠিক মাঝখানে পড়ে। প্রচুর বৃষ্টির কারনে এখন পানির স্রোত ত্থাকায় খুঁটির গোড়ার মাটি অধিকাংশ সরে গেছে। যে কোন সমইয় খুঁটিটি পড়ে যেতে পারে। বিদ্যুতের এই লাইনটি ৩৩ হাজার ভোল্টেজ সম্পন্ন। খুঁটিতে রয়েছে দুটি ট্রান্সফরমার যার কারনে ঝুকি আরো বেশি। পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়নি তারা। এখন এই খুঁটিটি মানুষের প্রাণহানির ঝুঁকিতে পরিণত হচ্ছে ক্রমে ক্রমে।
এই বিষয়ে ময়মনসিংহ-২ আসনের মাননীয় এম.পি জনাব শরীফ আহমেদ এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।