ময়মনসিংহ ২ আসনের ফুলপুর উপজেলার পলাশকান্দা গ্রাম। এই গ্রামের মালিজী নদীর তীরের রাস্তা এটি। মালিজী নদীর প্রবল স্রোতের কারনে রাস্তাটি দিন দিন ভেঙ্গে প্রায় বিলীন হওয়ার পথে। বর্ষার শুরুতেই বৃষ্টির পানি প্রবাহিত হয়ে এমন ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় পাহাড়ী ঢলের পানি এখনো নদীতে প্রবাহিত হয়নি , যদি পাহাড়ী ঢল নামে তাহলে নদীর তীরবর্তী রাস্তা ও পুটিয়া বাজারের দোকানপাট সহ নদী তীরে অবস্থিত কৃষকদের কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাবে। প্রতিবছর জায়গায় জায়গায় রাস্তা ভেঙ্গে নদীর তীরবর্তী কৃষি জমিতে পানি উঠে হাজার হাজার মণ ধান নষ্ট হয়। পাহাড়ী ঢলে ভিটে মাটি নদীর গভে বিলী হয়ে যাওয়ার আতংকে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী মানুষগুলো।
ভিডিওটি বিগত ১৩ জুন ২০১৯ ইং তারিখ সকাল সাড়ে্ এগারোটায় আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারন করা হয়। এ বিষয়ে ময়মনসিংহ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শরিফ আহমেদ এর দৃষ্টি আকর্ষন করছি।