View Question 1868 views

Subject : টিউকান্দা চৌরাস্তা থেকে হোগলা বাজার রাস্তা পাকাকরন প্রসঙ্গে ।

Avatar

Written By : Mintu Mangsang

জনাব, টিউকান্দা চৌরাস্তা থেকে হোগলা বাজার পর্যন্ত কাঁচা রাস্তাটি অনেক বছর ধরে পরে আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু এই রাস্তাটি কাঁচা থাকায় এই এলাকার লোকজন অনেক কষ্ট করে দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতে হয়। আমি আপনার নিকট অনুরোধ রাখছি যে , এই রাস্তাটি পাকা করার জন্য পদক্ষেপ নিলে বা কোন পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানালে উপকৃত হব। যদি পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে রাস্তাটি পাকা করার পদক্ষেপ নিলে আপনার এলাকার জনগন অনেক উপকৃত হবে এবং এলাকার অনেক উন্নতি সাধিত হবে। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল।

এলাকাবাসীর পক্ষে ,

মিন্টু মাং সাং গ্রামঃ ঢাকুয়া