ম্যাডাম ব্রহ্মপুত্র নদ এর চারপাশে অবৈধ ভাবে বালু তুলার ফলে চারপাশের সকল কৃষি জমি চাষে অযোগ্য হয়ে যাচ্ছে তাই নয় এতে করে নদী শুকিয়ে যাচ্ছে। অপর দিকে এই বালু কণা গুলো বায়ুতে মিশে বায়ু কে করছে দূষিত। এই বায়ু মানুষের শ্বাসপ্রশ্বাস এর মাধ্যমে মানবদেহ প্রবেশ করছে এতে মানুষ নানা রোগে হচ্ছে আক্রাণত । নদী হারাছে তার সৌন্দর্য় । প্রধানমন্ত্রী নদী রক্ষায় নানা উদ্যোগ নিলেও এই ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চারপাশে থাকা মানুষ গুলোর স্বাস্থ্য রক্ষায় কোন উদ্যোগ গ্রহণ করেন নিই।দেশের সংবিধানে অবৈধ ভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে আইন থাকলেও এই আইন প্রয়োগ করার মতো প্রশাসন ময়মনসিংহে নেই।হয়তো তারা নানা ভ্রামমান আদালত অভিযান চালিয়ে কিছু জায়গা মাত্র কয়েক দিনের জন্য উত্তোলন বন্ধ করতে পারলেও তারা কোন স্থায়ী সমাধানে আসতে পারছে না।
অবশেষে এই কথাই বলব "দেশ আমার ,মাটি আমার, নদী আমার এই মানুষও আমার এই কথা চিন্তা করে আপনি দয়া করে কোন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। "।প্রশাসনের প্রত্যেকেই আমাদের নানা সময় দেয় বলে আগামী বছর সমস্যার সমাধান হয়ে যাবে কিন্ত এই আগামী বছর যে কবে আসবে তা মহান আল্লাহই ভালো জানেন। তবে আপনার কাছে আশা রইল আপনি আমাদের শুধু কথাই দিবেন না কাজ ধারাও এর প্রমান করবেন।