ভিডিওটি দেখে ভাবতে পারেন হিমছড়ির ঝর্ণা। কিন্তু না এটা হিমছড়ির ঝর্ণা নয় এটা ময়মনসিংহ জংশনে পানির টেংকির পানি অপচয়ের দৃশ্য ।এভাবেই এখানে প্রতি নিয়ত পানির অপচয় হয়ে থাকে।রেল কর্তৃপক্ষের এ নিয়ে যেন কোন মাথা ব্যথাই নেই।জাতীয় সম্পদের অপচয় রোধে কারো কোন ভ্রূক্ষেপ নেই।অথচ প্রতিটি কাজের জন্যই রেলওয়েতে আলাদা আলাদা লোক নিয়োগ করা আছে ।রয়েছে পর্যাপ্ত জনবল। তারপরও কেন জাতীয় সম্পদের অপচয়?
ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায়।
এ বিষয়ে ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রওশন এরশাদ এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।