View Question 1949 views

Subject : ৮নং দাওগাঁও ইউনিয়নের দড়িকাটবওলা সামানিয়া মোড় হতে খাজুলিয়া কাচারী বাজার প্রর্যন্ত রাস্তা পাকা করন।

Avatar

Written By : Harun Al Roshid

মাননীয় সংসদ সদস্য। সালাম নিবেন, আপনার নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৫(মুক্তাগাছা) উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের দড়িকাটবওলা সামানিয়া মোড় হতে খাজুলিয়া কাচারী বাজার প্রর্যন্ত ২ কিমি রাস্তা অতিব জনগুরুত্বপুর্ন। উক্ত রাস্তা পাকা করনে আপনার কোন প্রদক্ষেপ আছে কি না? থাকলে কত দিন লাগতে পারে?

ধন্যবাদান্তে, হারুন অর রশিদ সরকার।

সাং খাজুলিয়া।

মুক্তাগাছা,

ময়মনসিংহ