Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 12558 views

Subject : নলকূপ স্থাপনের জন্য আবেদন।

Avatar

Written By : Jissu das

মহোদয় 

বিনীত নিবেদন এই যে, আমি আপনার নির্বাচনী এলাকার ১ নং রফিনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।  উপরোক্ত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি। আমার ৯ নং ওয়ার্ডটি দিরাই উপজেলায় সর্বশেষে অবস্থিত এবং নিম্ন ভূমি। সাধারণ জনগণের পক্ষে এই মর্মে মহোদয়ের বরাবরে আবেদন করিতেছি যে, আমার ৯ নং ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ১০০০ জন। এই তুলনায় নলকূপের সংখ্যা খবুই কম থাকার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানান রকম রোগ সৃষ্টি হচ্ছে। এমনকি স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও নানান রকমের রোগে ভুগছে। তাই উক্ত ওয়ার্ডে কয়েকটি নলকূপ স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়ের বরাবরে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। 

অতএব, মহোদয় সমীপে বিণীত প্রার্থনা যে, উপরোক্ত বিষয়াদি সুবিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মহোদয়ের যেন সদয় মর্জি হয়। 

 

বিনীত 

 

(জুষেন চন্দ্র সরকার)

পিতা-জ্যোতিষ চন্দ্র সরকার

গ্রাম-আলীপুর, ডাকঘর-রফিনগর 

উপজেলা-দিরাই, জেলা-সুনামগঞ্জ। 

মোবাইল-01791900008