Ambassador
View Question 3573 views
Subject : সিডস্টোর চৌরাস্তা হতে কয়েকশ গজ পশ্চিমে ইনচানের বাড়ি হতে লালে কারী বাড়ির সামনে দিয়ে কালিয়ান বাজার পর্যন্ত রাস্তা পুননির্মান ও প্রশস্তকরন প্রসংগে
Written By : মোঃ আব্দুর রাজ্জাক রাজীব
মাননীয় সাংসদ,
আন্তরিক অভিনন্দন ও সালাম নিবেন।
অবকাঠামোগত উন্নয়নে আপনার কার্যকৃত ও গৃহীত কার্যক্রম প্রশংসার দাবী রাখলেও অত্যন্ত দু:খের সহিত জানাচ্ছি যে আপনার নিজ ইউনিয়ন জাহাঙ্গীরপুরে এখনো অনেক রাস্তাঘাট পুননির্মান বা সংস্কার এর অভাবে ধ্বংসের সম্মুখীন,,আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে সিডস্টোর চৌরাস্তা পার হয়ে ইনচানের বাড়ির সামনে থেকে লালে কারীর বাড়ি হয়ে কালিয়ান বাজায় পর্যন্ত রাস্তাটি অনেক আগে নির্মিত হলেও সংস্কারের অভাবে রাস্তাটি ধ্বংসের সম্মুখীন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীপুরনে (এই দুই কি.মি রাস্তা সংস্কারসহ পাকা করনে) আপনার হস্তখেপ কামনা করছি।
বিনীত
আপনার স্নেহ ধন্য
রাজীব
Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান