Ambassador
View Question 2885 views
Subject : নান্দাইল উপজেলা হতে সীডষ্টোর বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করণ প্রসঙ্গে।
Written By : Md Emon Bhuyain
আসসালামু আলাইকুম, মাননীয় এমপি মহোদয়, আমি আপনার ইউনিয়নের একজন স্হায়ী বাসিন্দা। জাহাঙগীরপুর ছাএ কল্যান সংঘের সভাপতি। আমার প্রশ্ন হচ্ছে রাস্তাটি সঠিক মাপে প্রশস্ত না হওয়ার কারনে প্রায়ই দূর্ঘটনার শিকার হতে হয় জনগণের। তাই অতি দ্রুত রাস্তাটি প্রশস্ত করনের কোনো পরিকল্পনা আছে কি?
Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান
নান্দাইল উপজেলা হতে সীডষ্টোর বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দেন ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। প্রশ্নটি করেন ঐ এলাকার মোঃ ইমন ভূঁইয়া নামে এক নাগরিক। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদীন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন ময়মনসিং ৯ আসনের এ্যাম্বেসেডর রবি আকন্দ।