View Question 3361 views

Subject : নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে বানিজ্যিক ব্যাংকের একটি শাখা চাই।।

Avatar

Written By : Md Emon Bhuyain

মাননীয় এমপি মহোদয়, আমার সালাম নিবেন।

নান্দাইল উপজেলার জাহাঙগীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারটি উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্তিত।। অত্র ইউনিয়নটি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন হওয়ায় অত্র ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশী।। অত্র ইউনিয়ন থেকে প্রায় এক হাজার প্রবাসী রয়েছে এবং ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৫০ হাজার।।তাছাড়াও পল্লী বিদ্যুতের একটি অফিসও রয়েছে।। অত্র ইউনিয়নে বিদ্যুত প্রায় শতভাগ। বিদ্যুতের বিল যত টাকা হয় বিল পরিশোধ করতেও সমান টাকা যাতায়াত খরচ হয়।

সরকারি চাকুরীজীবী দেরও বেতন উঠাতেও ২০ কিলোমিটার দূরে যেতে হয়।। 

এমতাবস্থায়  বর্তমান ডিজিটাল যুগে সিডস্টোর বাজারে একটি বানিজ্যিক ব্যাংক স্থাপন সময়ের দাবী।। বানিজ্যিক ব্যাংক স্থাপনে মাননীয় এমপি মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।।

(আমার ফেইসবুক আইডি থেকে প্রশ্ন করতে পারছিনা বিধায় এই আইডি থেকে প্রশ্ন করলাম)

বিনীত নিবেদক

ডাঃ মোঃ মামুন

হোমিও চিকিৎসক

সিডস্টোর বাজার,

মোবাইল ঃ০১৬১২-৩৮৩৭০২।। 

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে বানিজ্যিক ব্যাংকের একটি শাখা স্থাপনের আহবান জানানো হয়েছে ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান কাছে। আমার এমপি ডট কমের মাধ্যমে আবেদনটি করেন সিডস্টোর বাজারের ডাঃ মোঃ মামুন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনওয়ারুল আবেদীন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কম, ময়মনসিং ৯ আসনের এ্যাম্বেসেডর রবি আকন্দ।