Ambassador
View Question 3165 views
Subject : বরিল্যা কে এ উচ্চ বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্হাপন প্রসংগে
Written By : Robi Akanda
মাননীয় এমপি মহোদয় আমার সালাম নিবেন। আমি আপনার উপজেলার জাহাঙ্গীর পুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের বাসিন্দা। বর্তমান যুগ আইসিটির যুগ। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি গুরুত্ব অপরিসীম। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২১ বাস্তবায়ন করতে হলে আপনার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে আইসিটি ল্যাব স্হাপন একটি গুরুত্বপূর্ন বিষয়। আমার শৈশবের শিক্ষা প্রতিষ্টান বরিল্যা কে এ উচ্চ বিদ্যালয়ে কবে আইসিটি ল্যাব স্হাপন করা হবে?
নিবেদকঃ রবি আকন্দ, এ্যাম্বাসেডর, আমার এমপি ডটকম, ১৫৪ ময়মনসিংহ- ৯ নান্দাইল।
Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান
বরিল্যা কে এ উচ্চ বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্হাপন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দেন ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। প্রশ্নটি করেন ঐ এলাকার রবি আকন্দ। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদীন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন ময়মনসিং ৯ আসনের এ্যাম্বেসেডর রবি আকন্দ।