View Question 3362 views

Subject : পবিত্র রমজানে লোডশেডিংমুক্ত নান্দাইল চাই।।।

Avatar

Written By : Sohag Akanda

মাননীয়,

জাতীয় সংসদ সদস্য মহোদয়,আমার সালাম নিবেন।। আগামী ২৭ অথবা ২৮ মে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। মুরুব্বিদের কাছ থেকে শুনেছি ৩৬ বছর পূর্বে না কি জৈষ্ঠ্য মাসে রোযা হয়েছিল। অর্থাৎ সবচেয়ে বড়দিনে রোযা। জৈষ্ঠ্য মাসের রোদ্র এবং প্রায় ১৫ ঘন্টা রোযা রাখতে হবে।। আল্লাহর অশেষ রহমতে সবই সম্ভব।।

বিদ্যুত ও আল্লাহর রহমত।। মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনীত জিজ্ঞাসা পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার,তারাবির নামাজ এবং সেহেরির সময় সহ সার্বক্ষনিক বিদ্যুত সুবিধার আওতায় নান্দাইল উপজেলাকে আনার কোন পদক্ষেপ নিবেন কি না???

বিনীত 

নিবেদক

সোহাগ আকন্দ।। 

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

পবিত্র রমজানে নান্দাইলকে লোডশেডিংমুক্ত রাখার দাবি জানিয়ে করা এক প্রশ্নের উত্তর দেন ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। প্রশ্নটি করেন ঐ এলাকার সোহাগ আকন্দ। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদীন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন ময়মনসিং ৯ আসনের এ্যাম্বেসেডর রবি আকন্দ।