View Question 3446 views

Subject : জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর রহিমপুর হাফিজিয়া মাদরাসায় সৌরবিদ্যুতের দুটি রোড লাইট স্থাপন প্রসঙ্গে।।

Avatar

Written By : Sohag Akanda

মাননীয় এমপি মহোদয়,

আমার সালাম নিবেন। জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর রহিমপুর হাফিজিয়া মাদরাসাটি অত্যন্ত সুনামের সহিত শিক্ষা  কার্যক্রম পরিচালিত করে আসছে। প্রতি বছরই মাদরাসাটিতে ইসলামী সন্মেলনের আয়োজন করা হয়ে থাকে। আপনিও বেশ কয়েকবার মাদরাসার ইসলামী সন্মেলনে প্রধান অতিথি হিসেবে আগমন করেছেন। বর্তমানে মাদরাসাটি ২০০ জন আবাসিক ছাত্র রয়েছে এবং প্রতিদিন সকালে ও মক্তব পড়ানো হয়।। মক্তবেও আরও ২৫০ জন ছাত্র রয়েছে ।

মাদরাসার পাশে একটি মসজিদও রয়েছে।। আপনি ইতিমধ্যেই সারা নান্দাইলে সৌরবিদ্যুতের রোড স্থাপন করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। আপনার মাধ্যমে মাদরাসার আবাসিক ছাত্রদের নিরাপত্তার জন্য দুটি রোড লাইট স্থাপন দাবি করছি।।

মাননীয় এমপি মহোদয়ের আপনি দুটি রোড লাইট স্থাপন করে এলাকাবাসির দাবি পূরনে আপনার সু-দৃষ্টি কামনা করছি।।

(আমার ফেইসবুক আইডি থেকে লিঙ্কে প্রবেশ করতে  পারছি না বিধায় এই আইডি থেকে প্রশ্ন করলাম)

বিনীত নিবেদক

ডাঃ মোঃ গোলাম রব্বানী

সাধারণ সম্পাদক

উত্তর রহিমপুর হাফিজিয়া মাদরাসা

মোবাইলঃ০১৭২৮৯২৮০৮৩

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর রহিমপুর হাফিজিয়া মাদরাসায় সৌরবিদ্যুতের দুটি রোড লাইট স্থাপন প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন ডাঃ মোঃ গোলাম রব্বানী ।  এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর রবি আকন্দ।