View Question 4795 views

Subject : ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রফিক উদ্দিন ভূইয়া সেতুতে সৌর বিদ্যুতের রোড লাইট স্থাপন প্রসঙ্গে।।

Avatar

Written By : Sohag Akanda

মাননীয়,

জাতীয় সংসদ সদস্য মহোদয়,,

আমার সালাম নিবেন। নান্দাইলের উন্নয়নের কঠোর পরিশ্রম করে যাচ্ছেন , এজন্য আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।।। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম জননেতা রফিক উদ্দিন ভূইয়া।। তাহাঁর নামে নামকরন করা হয়েছে নান্দাইলের বৃহত্তম সেতু বালিপাড়া সেতু। নান্দাইল এবং ত্রিশাল উপজেলার সংযোগকারি সেতুতে কোন লাইটের ব্যবস্তা না থাকায় রাতের আধারে অনেকেই ভয়ে যেতে চায় না। রাত বেশী হলে ছিনতাইকারীর ভয়ে কোন গাড়ি যেতে চায় না।বিশ্বস্থ সূত্রে জেনেছি,কানুরামপুর হতে মধুপুর বাজার ভায়া রফিক উদ্দিন ভূইয়া হয়ে ত্রিশাল পর্যন্ত মহাসড়ক নির্মিত হবে। তখন উক্ত সেতুতে নিরাপত্তার স্বার্থে আলোকিত করা প্রয়োজন।।সেতুতে রোডলাইট স্থাপিত হলে বিনোদন কেন্দ্রও হবে।।

এমতাবস্থায়, রফিক উদ্দিন ভূইয়া সেতুতে সৌরবিদ্যুতের রোড লাইট স্থাপনের জন্য আপনার সু-দৃষ্টি আকর্ষন করছি।।

বিনীত নিবেদক

সোহাগ আকন্দ।

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

রফিক উদ্দীন সেতুতে সৌরবিদৎুতের রোড় লাইট স্হাপন প্রসংগে করা এক প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন সোহাগ আকন্দ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদীন খান এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর রবি আকন্দ।