View Question 2279 views

Subject : রাস্তা সংস্কার ও পাকাকরণ প্রসঙ্গে

Avatar

Written By : Shah Md Thoukir Hasan

মাননীয়, জাতীয় সংসদ সদস্য মহোদয়,, আমার সালাম নিবেন। নান্দাইলের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন , এজন্য আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
 
চামটা বাজার থেকে শিমুলাটিয়া গ্রাম এই রাস্তা টি দিয়ে প্রতি দিন হাজার ও মানুষ  চলাচল করে।কিন্তু উক্ত রাস্তাটির অবস্থা খুবই নাজুক হওয়ায় কোন যানবাহন চলে না বিধায় পায়ে হেটে চলাচল করতে হয়, যা ডিজিটাল যুগে সম্পূর্ণ বেমানান।
 
তাই নান্দাইলের গণমানুষের নেতা জাতীয় সংসদ সদস্য  জননেতা জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়ের কাছে সংশ্লিষ্ট এলাকাবাসির প্রাণের দাবি এবং দীর্ঘদিনের লালিত স্বপ্ন উক্ত রাস্তাটি পাকাকরন করা হোক।
 
বিনীত,
 
শাহ মো:তৌকির হাসান (টিপু)
গ্রাম ঃ শিমুলাটিয়া,মোয়াজ্জেমপুর ,
নান্দাইল, ময়মনসিংহ
সংশ্লিষ্ট রাস্তার ভূক্তভোগী।।।