View Question 3431 views

Subject : বঙ্গবন্ধু প্রেমিক পঙ্গু নাসিরের জন্য মানবিক সাহায্যের আবেদন।।

Avatar

Written By : Sohag Akanda

মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়,

আসসালামু আলাইকুম।। আমার শুভেচ্ছা নিবেদন।। নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিন জাহাঙ্গীরপুর গ্রামে বসবাস করেন বঙ্গবন্ধু প্রেমিক পঙ্গু নাসির।। বঙ্গবন্ধুকে ভালবেসে একটি অটোবাইকে দুটি মাইক ব্যবহার করে বঙ্গবন্ধুর ভাষন বাজিয়ে অটো বাইক চালান।।

তার অর্থনৈতিক অবস্থা ভাল নয়।। তিনি ঋন করে টাকা নিয়ে অটো বাইক কিনলে যাত্রীরা তার গাড়িতে চড়ে না।। কারন নাসির উদ্দিনের একটি পা নেই। তাই দূর্ঘটনায় ভয়ে অনেকেই তার গাড়িতে উঠেন না।।

তাই বর্তমান আওয়ামীলীগ সরকারের নান্দাইল আসনের সাংসদের কাছে বিনীত অনুরোধ বঙ্গবন্ধু প্রেমিক পঙ্গু নাসিরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা কামনা করছি।  

বিঃদ্রঃ আমার ফেইসবুক আইডি না থাকায় অন্য আইডি দিয়ে প্রশ্নটি করেছি।। 

বিনীত নিবেদক

আপনার গুনমুগ্ধ

মোঃ ইনামুল হক।।

 

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান এর নিকট বঙ্গবন্ধু প্রেমিক পঙ্গু মোঃ নাসিরের জন্য মানবিক সাহায্যের আবেদন করেন নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের মোঃ ইনামুল হক।

এরই প্রেক্ষিতে সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করলে তিনি তার তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।


আমার এমপি ডট কমের পক্ষ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন এম্বাসেডর রবি আকন্দ।

আমার এমপি ডট কম কে ধন্যবাদ জানিয়ে এক লিখিত বার্তায় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান বলেন -