View Question 1960 views

Subject : জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা কালির বাজার নান্দাইলের সীমান্ত পর্যন্ত রাস্তা পাকাকরন প্রসঙ্গে।

Avatar

Written By : Sohag Akanda

আসসালামু আলাইকুম,

প্রথমেই আমারএমপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সংসদ সদস্য মহোদয় ও জনগণের মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করার জন্য ।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা কালির বাজার হইতে নান্দাইল উপজেলার সীমান্ত পর্যন্ত হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরবাড়ী মসজিদ সংলগ্ন  পাকা রাস্তা পর্যন্ত সংযোগ সড়কটি পাকাকরন করা হলে নান্দাইল উপজেলার সাথে হোসেনপুর উপজেলার জনগনের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

তাই নান্দাইলের গণমানুষের নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়ের দৃষ্টি কামনা করছি ।

(আমি সংযুক্ত হতে পারিনি বিধায় এই আইডি থেকে প্রশ্ন করলাম) ।

নিবেদক

এলাকাবাসীর পক্ষে

মোঃ মোসলেহ উদ্দিন বি,এসসি মোবাইল ঃ০১৭১২৫৫১৭৩৪