বিনীত নিবেদন এই যে আমরা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের (বনুড়া +বিনয়রামপুর + মহাদেবপুর) গ্রাম থেকে বলছি। আমাদের গ্রামবাসী এই গ্রামে বিদ্যুত আনার জন্য নব্বই এর দশকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতিতে আবেদন করেছিলেন। আজ অবধি আমরা বিদ্যুত পাই নাই। বর্তমান সরকার( বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা) এর ক্ষমতার ৩য় মেয়াদে (২০১৪ ইং) নান্দাইল এর মাটি ও মানুষের নেতা মাননীয় এমপি তুহিন মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আমাদের নান্দাইল থানাকে শতভাগ বিদ্যুতায়নের জন্য কার্যক্রম শুরুর উদ্যোগ নেন । যার ফলে আমাদের গ্রামে ( বনুড়া+ মহাদেবপুর + বিনয়রামপুর- গাংগাইল ইউনিয়ন ) কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি কর্তৃক ২০১৭ সালে বিদ্যুত লাইন নির্মানের কাজ শুরু করে যার পেকেইজ নং ৪৩/০১ লট নং ১৭২০৪ । কিন্তু দুঃখের বিষয় অর্ধেক কাজ করে ঠিকাদার কাজ রেখে চলে যায়। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত এক্সচেঞ্জ ও ঠিকাদার কে বার বার অনুরোধ করেও কাজ হয় নাই। এমতাবস্থায় আমাদের গ্রামের কতিপয় মুরুব্বি কয়েকবার আপনার স্বরনাপন্ন হয়েছিলেন। আমরা আপনার আশ্বাস পেয়েছিলাম । তার পরও কোন কাজ হয় নাই। ঠিকাদার ও এক্সচেঞ্জ কি কারনে কাজ আটকিয়ে রাখছে তা আমাদের বোধগম্য নয়। এই গরমে পাশ্ববর্তী সব গ্রামের মানুষ তারাবীর নামাজ আদায় করবে বিদ্যুত এ আলোকিত অবস্থায় আর আমাদের গ্রামের মানুষ থাকবে অন্ধকারে ভাবতেই কষ্ট হচ্ছে! বিদ্যুত বিহীন অন্ধকার এ আর কত থাকবে ডিজিটাল বাংলাদেশের (বনুড়া+ মহাদেবপুর + বিনয়রামপুর) গ্রামের মানুষ?? এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।