View Question 2782 views

Subject : বি সি এস পরীক্ষা প্রসঙ্গে

Avatar

Written By : Md. Aminul Islam

মাননীয় এমপি মহোদয়

আসসালামু আলাইকুম।

আমি মোঃ আমিনুল ইসলাম, শিমুল তাইড়, বোনারপারা, গাইবান্ধা। আমি একাধিক বার আপনার সাথে বিভিন্ন সময়ে আপনার বাসায় সাক্ষাৎ করেছি। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে আপনার কাছে আমি একটি প্রস্তাবনা উপস্থাপন করছি।

“বি সি এস পরীক্ষার আবেদনের জন্য লক্ষ বেকারের কাছে থেকে ৭০০ টাকা ফি না নিয়ে ব্যাংক এর মত বিনা ফি তে পরীক্ষা নেয়া হোক”। বি সি এস সহ সকল সরকারী চাকুরীর পরীক্ষা যদি বিনা ফি তে নেওয়া হয় তবে লক্ষ তরুন বেকারের আস্থার প্রতীক হবে আওয়ামী লীগ।

এই  বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি।

বিনীত,

মোঃ আমিনুল ইসলাম