View Question 5159 views

Subject : সংসদ সদস্যদের অফিসিয়াল ই-মেইল একাউন্ট সম্পর্কিত

Avatar

Written By : SDG

মাননীয় ডেপুটি স্পিকার, প্রথমেই আমার সশ্রদ্ধ শুভেচ্ছা নিবেন। আমি সুশান্ত দাস গুপ্ত আমার এমপি ডট কমের প্রতিষ্টাতা সদস্যদের একজন হিসেবে একটি জরুরী বিষয় আপনার নজরে উপস্থাপন করতে আগ্রহী। আপনি নিশ্চয় অবগত আছেন যে parliament.gov.bd এই ডোমেইনের অধীনে আমাদের সকল মাননীয় সংসদ সদস্যদের একটি করে অফিসিয়াল ইমেইল একাউন্ট রয়েছে; যেমন আপনার অফিসিয়াল ই-মেইল হলো gaibandha.5@parliament.gov.bd। এরকম সবারই একটি ইমেইল একাউন্ট আছে। আমরা একটি বিষয় নিশ্চিত হতে পারছি না যে, আদৌ এই ইমেইল একাউন্টগুলো নিয়মিত ব্যবহৃত হচ্ছে কিনা! কারন আমরা এখন পর্যন্ত এই ই-মেইলগুলোতে প্রেরিত কোন মেইলের জবাব পাইনি। আপনার কাছে বিনীত নিবেদন, আপনি যদি বিষয়টি নজরে এনে এই ই-মেইলগুলো যেন নিয়মিত মাননীয় সংসদ সদস্যগন ব্যবহার করেন তাহলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমরা আরেকধাপ এগিয়ে যাবো বলে বিশ্বাস করি। আপনার উত্তরের প্রতিক্ষায় রইলাম। বিনীত, সুশান্ত দাস গুপ্ত, আমারএমপি ডট কম

Avatar

Written By : Advocate Md. Fazle Rabbi Miah - এডঃ মোঃ ফজলে রাববী মিয়া

Public

Replied via letter. An official letter headed answer has been email to Mr. Sushanta Das Gupta.


Avatar

Written By : SDG

Public

মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আমারএমপি ডট কমের পক্ষ থেকে আপনাকে আবারো অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সরকারী ই-মেইল বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ পর্যন্ত মাননীয় এমপি মহোদয়দের পার্লামেন্ট কর্তৃক প্রদত্ত ই-মেইল ব্যবহারের কোন স্পষ্টতা আমরা লক্ষ্য করিনি।  আপনার প্রতি আবারো বিনীত অনুরোধ আপনি যদি বিষয়টি আবারো এমপি মহোদয়দের নজরে আনতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম।  বিনীত সুশান্ত দাস গুপ্ত ০১-০৩-২০১৭