View Question 2839 views

Subject : গফরগাঁও থেকে বরমী সড়কের সংস্কার প্রসঙ্গে

Avatar

Written By : Emdadul Huq Tuhin

মাননীয় এমপি, প্রথমেই আপনাকে শুভেচ্ছা। ডিজিটাল মাধ্যমে আপনার এই সরব অবস্থান গফরগাঁওকে এগিয়ে নিচ্ছে। আপনি সাধারণ মানুষের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। বিপরীতে এলাকায় বেশ কিছু রাস্তার অবস্থা এখন বেহাল, চলাচলের অনুপযোগী। এর মধ্যে গফরগাঁও-বরমী সড়ক অন্যতম। আমি আপনার কাছে জানতে চাই, গফরগাঁও থেকে মাইজবাড়ি হয়ে বরমী সড়কের যে বেহাল অবস্থা, এই সড়কের উন্নয়নে কোন পদক্ষেপ নিচ্ছেন কি? অথবা কবে নাগাদ এই সড়কের সংস্কার কাজে হাত দেওয়া হবে?

ধন্যবাদান্তে ,


এমদাদুল হক তুহিন

Avatar

Written By : Fahmi Gulandaz Babel -ফাহমী গোলন্দাজ বাবেল

Public

ময়মনসিংহের গফরগাঁও থেকে বরমী সড়ক দ্রুত সময়ে সংস্কার করে চারলেনে উন্নীত করা সম্ভব হলে গফরগাঁও শিল্প এলাকায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

জনগণ ও জনপ্রতিনিধিদের সংযোগস্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডটকম ব্যবহার করে ওই এলাকার নাগরিক এমদাদুল হক তুহিনের করা এক প্রশ্নের উত্তরে এমপি বাবেল এসব কথা বলেন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি বাবেল তুহিনের করা প্রশ্নের উত্তর দেন।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের গফরগাঁও অ্যম্বাসেডর মাহমুদ হাসান সজীব।