View Question 2940 views
Subject : গফরগাঁও রেল স্টেশন কে আধুনিকায়ন করা এবং আসন সংখ্য বাড়ানোর জন্য আকুল আবেদন
Written By : Nitul Hosain
মাননীয় এমপি মহোদয় আমার সালাম নিবেন।
শ্রদ্ধার সাথে স্মরণ করছি গফরগাঁও এর সাবেক সংসদ সদস্য মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ সাহেব কে। দোয়া করি মহান আল্লাহ্ আলতাফ হোসেন গোলন্দাজ সাহেব কে জান্নাত নসিব করুন।
মানময়ী এমপি মহোদয় আমাদের গফরগাঁও রেল স্টেশন কে আধুনিকায়ন করা এবং আসন সংখ্য বাড়ানোর জন্য আকুল আবেদন রইলো আপনার কাছে।
ধন্যবাদান্তে....
নিতুল হোসাইন।
|
Written By : Fahmi Gulandaz Babel -ফাহমী গোলন্দাজ বাবেল
আমার এমপি ডট কমের মাধ্যমে ময়মনসিংহের গফরগাঁওয়ের তিনজন নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিং ১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল Fahmi Gulandaz Babel। গফরগাঁওয়ের ওমর ফারুক এবং রাসেল রানা আলাদা আলাদা প্রশ্নে জানতে চান গফরগাঁও থেকে ভালুকা এবং গফরগাঁও থেকে ঢাকা ও ময়মনসিংহের সাথে সড়কপথ উন্নয়ন করার কোন পরিকল্পনা আছে কিনা। জবাবে এমপি ফাহমি গোলন্দাজ জানান তাঁর নির্বাচনী এলাকার গফরগাঁও থেকে শিবগঞ্জ পর্যন্ত রাস্তাটি ইতোমধ্যে সংস্কার করা হয়েছে, এবং ভালুকা অংশের সংস্কার কাজও শুরু হয়েছে । তিনি বলেন একনেক থেকে বরাদ্ধ পেলেই গফরগাঁও থেকে বরমী রাস্তার কাজ শুরু হবে। তিনি আরো বলেন খান বাহাদুর ইসমাইল রোডের কাজ খুব শীঘ্রই শুরু হবে।
গফরগাঁও স্টেশন এর আধুনিকায়ন প্রসঙ্গে গফরগাঁওয়ের আরেক নাগরিক নূর রুবেলের করা প্রশ্নের জবাবে এমপি ফাহমি গোলন্দাজ জানান স্টেশন আধুনিকায়ন প্রকল্পের টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই এর কাজ শুরু হবে বলে আশা করেন তিনি।
এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মাহমুদ হাসান সজীব।