View Question 2364 views

Subject : ধর্মীয় উপাসনালয় এর উন্নায়ন প্রসঙ্গে।

Avatar

Written By : Mir Abu Tanzim Hasan

মাননীয় সংসদ সদস্য 

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা ।

অসাম্প্রদায়িক বাংলাদেশের একেকটি ধর্মীয় উপাসনালয়  একদিকে যেমন ধর্ম চর্চার কেন্দ্র হিসেবে কাজ করে । ঠিক তেমনি সামাজিক মূল্যবোধ ও আদর্শ  উন্নায়নেও সমান ভাবে কাজ করে।

গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান গুলুর উন্নায়নে বর্তমান সরকারের কি কি পদক্ষেপ রয়েছে ?  বিশেষ করে আপনার নির্বাচিত এলাকা, আমাদের গফরগাঁও উপজেলায় কি কি উন্নয়ন পরিকল্পনা রয়েছে?

ধন্যবাদ।