View Question 2592 views

Subject : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে।

Avatar

Written By : এম. এইচ. রিয়াদ

মাননীয়,
সংসদ সদস্য মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন। তথ্য প্রযুক্তির এই যুগে আপনি অত্যন্ত অগ্রগণ্য। উন্নয়ন ও অাধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বীকার্য। ময়মনসিংহ বিভাগে একজন তরুণ সংসদ সদস্য হিসাবে আমরা আপনার পারফরমেন্সে অত্যন্ত খুশী। আপনার সংসদীয় এলাকাধীন চরআলগী ইউনিয়নের ''চরমছলন্দ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়'' যা ১৯৯৬ ইং সনে প্রয়াত কিংবদন্তী আলতাফ হোসেন গোলন্দাজ সাহেবের পৃষ্ঠপোষকতায় সরকার প্রদত্ত এককালীন অনুদানে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি নিচু স্থানে নির্মিত হওয়ার দরুন বৃষ্টির পানি প্রবেশ করে মাটি ধসে গিয়ে ভবনটিতে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। বিশেষ করে ছাদ ও ছাদের ভীম ফেটে একটু বৃষ্টি হলেই পানি ঝড়ে, রুমের বিভিন্ন স্থানে গর্ত হয়ে গেছে। উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ভবনটি ইতোমধ্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং খোলা মাঠে পাঠদানের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যালয়ের অন্য কোন ভবন না থাকায় বৈরী আবহাওয়ায় এ ভবনটিতেই ঝুঁকি নিয়ে পাঠদান হয়ে থাকে। ফলে যে কোন মূহর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ৩১০ জন, লেখাপড়ার মান সন্তোষজনক এবং ফলাফল ভাল। প্রতি বছরই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যাহার ফলে নতুন ভবন নির্মিত হওয়া একান্ত জরুরী।
মাননীয় মহোদয় সমীপে আমার জিজ্ঞাসা অত্র বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কোন পরিকল্পনা রয়েছে কি?
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বিনীত
এম.এইচ রিয়াদ


Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/9016b486afc1c50504f6033dfb1b0f7e0b65e2a9): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56