View Question 2273 views

Subject : রাস্তা পাকাকরন সম্পর্কিত

Avatar

Written By : এম. এইচ. রিয়াদ

মাননীয়, 
সংসদ সদস্য মহোদয়, 
সালাম ও শুভেচ্ছা নিবেন। তথ্য প্রযুক্তির এই যুগে আপনি অত্যন্ত অগ্রগণ্য।তারুণের এক উজ্জল নক্ষত্র আপনি। আপনার একন্তা প্রচেষ্টায় গফরগাঁও আজ উজ্জল আলোয় দ্বীপ্তমান । আধূনিক গফরগাঁও বির্ণিমাণে আপনি এক নিপূণ কারিগর । আপনার সংসদীয় এলাকাধীন চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের,‘‘ চরমছলন্দ কান্দাপাড়া  ব্রিজ মোড় হইতে আব্দুল লতিফ ভেন্ডারের বাড়ি’’ হইয়ে চরকিনারআলগী আলার বাড়ি পর্যন্ত রাস্তাটি অত্যন্ত খারাপ ও চলাচল অনুপোযোগী অথচ রাস্তাটি চরআলগী ইউনিয়নের উত্তর অঞ্চলের মানুষের গফরগাঁও উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা যা পার্শ্ববতী উপজেলা নান্দাইলের সাথে সংযুক্ত ।

মাননীয় মহোদয় সমীপে আমার প্রশ্ন উক্ত রাস্তাটি পাকাকরণের  কোন পরিকল্পনা রয়েছে কি? থাকলে তা কবে নাগাদ হতে পারে জানতে পারলে আত্যন্ত খূশী হব।

আপনার উত্তোরত্তর সাফল্য ও দীর্ঘায়ু কমনা কামনা করছি ।

বিনীত 

আপনার স্নেহাস্পদ

এম.এইচ. রিয়াদ