View Question 2301 views

Subject : গফরগাঁও টু বরমী রোড সংস্করণ

Avatar

Written By : Mahmudul Hasan Meshad

মাননীয়

সংসদ সদস্য মহোদয়

সালাম  ও শুভেচ্ছা নিবেন । উন্নয়ন ও আধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বীকার্য ।  আপনার মত এমন তরুণ , সুদর্শন , পরিশ্রমী সংসদ সদস্য পেয়ে আমরা সবসময় সব জায়গায় গর্ববোধ করি আপনাকে নিয়ে এবং আপনার দৃঢ়দৃষ্টি , বুদ্ধিমওা  এবং  বিচক্ষণতা দিয়ে এই ডিজিটাল বাংলাদেশের মাঝে পিছিয়ে পরা গফরগাঁওকে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়াতে আপনার পারফরমেন্সে আমরা সকলেই অনেক খুশি। আমি গফরগাঁও উপজেলার একজন বাসিন্দা ।  আপনি হয়তো জানেন গফরগাঁও টু বরমী রোডের নাজেহাল অবস্থার কথা ।  প্রায় সময় বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ঘটনার স্বীকার  হয়ে গুরুতর আহত হয় বিভিন্ন মানুষজন । আমি নিজেও এ দুর্ঘটনার স্বীকার ।  ময়মনসিংহ্ বিভাগের মাঝে সবহতে বেশি শিক্ষার হার আমাদের এই গফরগাঁওয়ে ।  তাই দেখে গেছে ,  এই রাস্তা দিয়ে অনেক শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ চলাচল করে প্রতিনিয়ত ।  বিশেষকরে বর্ষাকালে দেখা গিয়েছে সবার ব্যাপক দূর্দশায় পড়তে হয় । এখন আমার মহোদয়ের নিকট প্রশ্ন হল আপনি গফরগাঁও টু বরমী রাস্তা সংস্করণের কোন পদক্ষেপ নিয়েছেন বা নিবেন কিনা...??

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিবেদক

মাহমুদুল হাসান মিশাদ