View Question 2860 views

Subject : খান বাহাদুর ইসমাইল রোড সংস্করণ প্রসঙ্গ ।

Avatar

Written By : Mahmudul Hasan Meshad

 মাননীয়

সংসদ সদস্য মহোদয়।

সালাম ও শুভেচ্ছা নিবেন । উন্নয়ন ও অাধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বীকার্য। আপনার মত এমন তরুণ, সুদর্শন, পরিশ্রমী সংসদ সদস্য পেয়ে আমরা সবসময় সব জায়গায় গর্ববোধ করি এবং আপনার দৃঢ়দৃষ্টি, বুদ্ধিমওা এবং বিচক্ষণতা দিয়ে এই ডিজিটাল বাংলাদেশের মাঝে পিছিয়ে পরা গফরগাঁওকে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়াতে আপনার পারফরমেন্সে আমরা সকলেই অনেক খুশি। আমি আপনার গফরগাঁও উপজেলার একজন বাসিন্দা। আপনি হয়তো জানেন গফরগাঁওয়ের খান বাহাদুর ইসমাইল রোডের নাজেহাল অবস্থার কথা কারণ আপনি নিজেও এই রাস্তা দিয়ে প্রায় সবসময় যাতায়াত করে থাকেন । প্রায়সময় এই নাজেহাল রাস্তা দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার স্বীকার হয়ে গুরুতর আহত হয় অনেক মানুষজন । আমি নিজেও এ দূর্ঘটনার স্বীকার । বিশেষ করে ময়মনসিংহ্ বিভাগে সবহতে বেশি শিক্ষার হার আমাদের গফরগাঁওয়ে তাই দেখা গেছে এই সড়ক  দিয়ে অনেক শিক্ষার্থী আসা যাওয়া করছে প্রতিনিয়ত সাথে সাধারণ অনেক মানুষজন এবং বর্ষাকালে দেখা গিয়েছে সবার ব্যাপক দূর্দশায় পড়তে হয়। এখন আমার মহোদয়ের নিকট প্রশ্ন হল আপনি এই খান বাহাদুর ইসমাইল রোড  সংস্ককরণের কোন পদক্ষেপ নিয়েছেন বা নিবেন কিনা ??

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিবেদক

মাহমুদুল হাসান মিশাদ