View Question 2390 views

Subject : বিদুৎ বিষয়ে কিছু প্রশ্ন

Avatar

Written By : JT Nayem

১৫ নং টাঙ্গাব ইউনিয়নের প্রায় বেশির ভাগ মানুষ আপনার উছিলায় আজ বিদুৎ এর আলোয় দেখতে পারছে। তাই আমার তরফ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। কিন্তু বারইহাটি বটতলা, এবং রৌহার বেশ কিছু অংশ জুড়ে ৬-৭ মাস যাবত পিলার দিয়ে রেখেছে কিন্তু বিদুৎ এর খুঁজ নেই, সারা গফরগাঁও বিদুৎ আছে কিন্তু এই এলাকার মানুষ গুলো এখনো বিদুৎ এর আলো দেখলোনা। আশা করছি আপনি জনগনের প্রতিনিধি হিসেবে বিষয়টি একটু বিবেচনা পূর্বক জানাবেন, কবে নাগাদ এই অল্প এরিয়ার মানুষ গুলো বিদুৎ এর মুখ দেখবে।