Ambassador
View Question 2701 views
Subject : গৌরীপুর জংশন এর উন্নয়ন সম্পর্কে!
Written By : Md Sharif Hasan
মাননীয় এমপি মহোদয়,
আমাদের ঐতিয্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশনের উন্নয়নের জন্য আপনার পরিকল্পনা কি ? অনুগ্রহ পূর্ব যদি আমাদের বলতেন আমরা খুবই উপকৃত হব ।
বিনীত,
মোঃ শরীফ হাসান
Written By : Nazim Uddin Ahmed -নাজিম উদ্দিন আহমেদ
ধন্যবাদ শরীফ হোসেন কে
গৌরীপুর রেলওয়ে জংশনটি একটি প্রাচীন গুরুত্বপূর্ণ জংশন । এই জংশন দিয়ে প্রতিদিন প্রায় ৩০ টি আপ এন্ড ডাউন ট্রেন চলাচল করে । এর মধ্যে ৬টি আন্তনগর ট্রেন রয়েছে । প্রতিদিন প্রায় ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে । পুরাতন জরাজীর্ণ ভবনে স্টেশনের সকল কার্যক্রম চলছে । একমাত্র ফুট- ওভার ব্রিজটিরও বেহাল দশা । যাত্রীদের যাতায়াতের দূর্দশা লাঘবে নতুন ভবন নিমাণ , পযাপ্ত বসার ব্যবস্হা এবং প্লাটফর্ম নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি । অল্প সময়ের মধ্যেই এই স্টেশনটির আধুনিকায়ন এবং যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের ব্যপারে তারা আমাকে আশ্বস্ত করেছেন ।
ধন্যবাদ ।