Ambassador
View Question 3215 views
Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!
Written By : Rabiul H Bhuyian
মাননীয় এমপি মহোদয়,
আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।
বিনীত,
আমার এমপি ডট কম কর্তৃপক্ষ।
Written By : Nazim Uddin Ahmed -নাজিম উদ্দিন আহমেদ
প্রথমেই ধন্যবাদ জানাই আমার এমপি ডট কম কর্তৃপক্ষকে।
গৌরিপুর একটি অবহেলিত জনপদ । এর নানাবিধ সমস্যা রয়েছে । উন্নয়নের স্পর্শ গৌরীপুরবাসী আশনুরুপ ভাবে পায়নি । আপনারা অবগত আছেন যে , গৌরীপুরে উপনির্বাচন অনুষ্টিত হয়েছে কিছু দিন আগে এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিয়েছি ছয় মাস যাবৎ । এই সল্প সময়ের মধ্যে আমি কিছু উন্নয়ন কাজ শুরু করেছি । ইতিমধ্যে ১৮ কিঃমিঃ রাস্তা পাকা করনের উদ্যোগ নিয়েছি । ৩.৫ কিঃমিঃ রাস্তার কাজ চলমান রয়েছে গৌরিপুরের জনগন যাতে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসে সেজন্য পদক্ষেপ গ্রহণ করেছি । ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে । বাকি কাজ এই বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা রাখি ।
‘আলোকিত বাজার’ প্রকল্পের মাধ্যমে উপজেলার ছোট বড় বাজারগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে আলোকিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ।
নতুন একটি পাবলিক হল নির্মাণের অনুমোদন নেয়া হয়েছে যার কাজ কিছু দিনের মধ্যেই শুরু হচ্ছে ।
বহুল আকাঙ্খিত ফায়ার সার্ভিস স্টেশনের অনুমোদন নেয়া হয়েছে । এর কাজও কিছু দিনের মধ্যেই শুরু হচ্ছে ।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের অনুমোদন ও টেন্ডার সম্পন্ন হয়েছে । এর কাজও স্বল্প দিনের মধ্যেই শুরু হচ্ছে ।
ভবিষ্যত পরিকল্পনা :
১. শতভাগ বিদু্ৎতায়ন
২. এলাকার রাস্তা সংস্কার এবং পাকাকরন ।
৩. স্টেডিয়ামটিকে সংস্কার ও আধুনিকীকরণ ।
৪. গরীব ও অসহায় পরিবারদের আশ্রয়ন প্রকল্পের আওতায় আনা ।
৫. গৌরীপুর রেলওয়ে জংশনটিকে আধুনিকীকরণ ।
৬. জরাজীর্ণ স্কুল ও মাদ্রাসা গুলোতে নতুন ভবন নির্মান ।
৭. স্কুল ও কলেজে ডিজিটাল ক্লাসরুম ও IT LAB তৈরী করা ।
৮. Free WiFi Zone এর ব্যবস্থা করা ।
৯. মাদক মুক্ত গৌরীপুর গড়া এবং
১০.গৌরীপুরকে বাল্যবিবাহ মুক্ত করা ।
আমি আগামী দুই বছরের মধ্যে উপরোক্ত কাজ গুলো সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করছি । জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ।
ধন্যবাদ সবাইকে।