Ambassador
View Question 3175 views
Subject : গৌরীপুর রেলওয়ে স্টেশনে টিকিট এর সমস্যা ও কালোবাজারী
Written By : sharif hasan
মাননীয় সংসদ সদস্য, আসসালামুআলাইকুম।
আপনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম একজন। আপনি গৌরীপুর আসনে নির্বাচিত হওয়ার পর থেকে গৌরীপুর এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। ইতি মধ্যে আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি আর নতুন সব উন্নয়নের কথা,তার মধ্যে উল্লেখযোগ্য গৌরীপুরের বহু প্রতিক্ষিত ফায়ার সার্ভিস স্টেশনের কথা। মাননীয় এমপি মহোদয়ের নিকট আমার প্রশ্ন হচ্ছে,আমি গৌরীপুরের একজন সাধারন জনতা হিসেবে যখন গৌরীপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে নিজে এবং পরিবার সহ ভ্রমনরে জন্য টিকিট ক্রয় করতে যাই,তখন কাউন্টার থেকে বলা হয় যে টিকিট বিক্রি হয়ে গেছে,টিকিট যদি ভ্রমনের ২ থেকে ৩ আগে ক্রয় করতে যাই কাউন্টর কতৃপক্ষ একই উত্তর দিয়ে থাকেন। অথচ এলাকার কিছু প্রভাবশালী লোক যদি টিকিটের জন্য যায় তখন তাদের সিট সহ টিকিট দেওয়া হয় এবং কাউন্টারের বাইরে বেশি টাকায় টিকিট বিক্রি হয়।কাউন্টারে টিকিট না পেয়ে অনেকেই বেশি টাকা দিয়ে কিনতে বাধ্য হন। এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে অনেক সমস্যার মুখে পড়তে হয়,তাই এই বিষয়ে কেউ কিছু প্রকাশ করেনা, সবাই অন্ধের মত মুখবুঝে থাকে।আমার দেখা একটি ঘটনা একজন রেলওয়ে কর্মচারি(অবসরপ্রাপ্ত) তিনি তার পরিবার সহ ঢাকা যাওয়ার জন্য আগের দিন বিকেলে ২টি টিকিট ক্রয় করেন (শোভন চেয়ার)ঐ দিন রাত আনুমানিক ৯.০০টার দিকে ২জন রেলওয়ে কর্মচারি আসে এবং বলে যে কোন এক প্রভাবশালী লোকের আত্মীয় ঢাকা যাবে টিকিট ২টা ফেরত দিতে হবে, তখন তিনি চাপের মুখে টিকিট ফেরত দিতে বাধ্য হন। শুধু আমি না আমার মত অনেক সাধারন জনগনও এর ভূক্তভোগী।এমতাবস্থায়, আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাচ্ছি উপরোক্ত বিষয়ে আপনার কোন পরিকল্পনা আছে কি না ? না থাকলে কবে নাগাদ আমরা এই বিষয়ে কোন পদক্ষেপ আশা করতে পারি ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ।
Written By : Nazim Uddin Ahmed -নাজিম উদ্দিন আহমেদ
Written reply has been provided by the Honourable MP.